
ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘সৌরভে-গৌরবে ঢাকা রেঞ্জ, ফিরে দেখা ১১০ বছর’ এই স্লোগান সামনে রেখে ঢাকা রেঞ্জ পুলিশ প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। ১৯১৪ সালের ২৪ জুন ঢাকা রেঞ্জ অফিসের প্রথম পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরু হয়। মহান স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে ঢাকার সেগুনবাগিচায় রেঞ্জ অফিস স্থানান্তর করা হয়। ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে বিশ্বাসী হয়ে যেকোনো চ্যালেঞ্জ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে উন্নততর পুলিশি সেবা দিতে পুলিশ সদস্যদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
বর্তমান রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ অফিসে র্যালি বের করা হবে।
ডিআই/এসকে