
বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হলেন মোঃ দিদারুল ইসলাম ( দোলন ঢালী)।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মোঃ মাকসুদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হালিম খান’র নির্দেশক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়েছে। ২২জুন ২০২৪ তারিখ শনিবার ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের দপ্তর সম্পাদক মোঃ জামাল হোসেন’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ বিষয় অবহিত করা হয়।
বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ে তার অবদান বিবেচনা করে তাকে এ পদ দেওয়া হয়েছে।
মোঃ দিদারুল ইসলাম ( দোলন ঢালী) ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় তিনি তার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।