
পটুয়াখালীর দুমকী উপজেলার নাগরিক অ্যাডভোকেট মাওলানা মোঃ রহুল আমিন। তিনি ৯ জুন অনুষ্ঠিত দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার বাড়ি এ উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে। তিনি ২৩ জুন রবিবার রাতে তার ফেইসবুক ( সোস্যাল মিডিয়ায়) একটি পোস্ট দিয়েছেন কবর স্হান প্রতিষ্ঠা করার জন্য ।
ফেইসবুকে দেয়া তার উক্ত পোস্ট টি হুবাহুব নিম্নে তুলে ধরা হলঃ-
প্রিয় দুমকি বাসী। আসসালামু আলাইকুম।
আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা ছিল। আল্লাহ পাক হয়তো তা করার সুযোগ দেন নি। তন্মধ্যে দুমকিতে সকল কবরবাসীর জন্য একটি কবরস্থান প্রতিষ্ঠা করা। দুমকিতে কেহ মারা গেলে তাকে অবশ্যই বাড়ির আঙিনায় ঝোপ ঝাড়ের পাশে কবরস্থ করা হয়। আমরা সবাই উদ্যোগ নিলে দুমকিতে কেন্দ্রীয়ভাবে সকলের জন্য একটি কবরস্থান প্রতিষ্ঠা করতে পারি। যেখানে এলাকার সকল মৃত্যু ব্যক্তির জন্য কবর উন্মুক্ত থাকবে। আমরা সবাই যদি কমপক্ষে এক কড়া জমি কবরস্থানের জন্য দান করি তাহলে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা খুবই সহজ।
প্রথমত যে কোন ব্যক্তি এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন। ঢাকায় অথবা দুমকিতে আলোচনার ব্যবস্থা করা যেতে পারে। সকলের প্রস্তাব অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে আমরা উদ্যোগ নিতে পারি। কেহ উদ্যোগ নিলে আমি তার পাশে থাকবো। আশা করি সবাই বিষয়টি ভেবে দেখবেন। কেননা প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
অ্যাডভোকেট মাওলানা মোঃ রুহুল আমিন।