
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ৬৮টি মামলার ওয়ারেন্ট ও ২৭টি মামলার সাজা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন এক দম্পতি। দীর্ঘ চার বছর পর তাদের গ্রেফতার করেছে ধানমণ্ডি থানা পুলিশ।
রবিবার (২৩ জুন) রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ারের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চেক জালিয়াতিসহ এই দম্পতির বিরুদ্ধে অসংখ্য অভিযোগে বিমানবন্দরসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-আতিকুর রহমান ও তার স্ত্রী কানিজ ফাতেমা।
রবিবার ( ২৩ জুন ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল।
তিনি বলেন,আমাদের কাছে সোর্সের মাধ্যমে তথ্য আসে যে,অর্ধশত মামলা ও ২৭টি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে। রোববার তাদের জমজম টাওয়ারে দেখা গেছে। এমন তথ্যের ভিত্তিতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরবর্তীতে তাদের নির্দেশনা অনুযায়ী আইন মেনে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
পরিদর্শক রাসেল বলেন,আসামিদের বিরুদ্ধে বেশিরভাগ মামলাই উত্তরা পশ্চিম থানায়। এই দম্পতির নামে ৬৮টি ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে থানার তথ্যসূত্রে জানতে পেরেছি। এই সব মামলায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগ বেশি রয়েছে। তারা গ্রেফতার এড়াতে ঢাকার বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে তারা প্রতারণা করে আসছিলেন।
ফেনী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু গ্রেফতার আতিকুর রহমানের বাবা। পরিদর্শক রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার শেষে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে