
অদ্য ২৩ জুন রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ ১০:০০-১২:০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু এর সভাপতিত্বে উপজেলার ঢাকা – খুলনা মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগসহ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
তারপর রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং মধুখালী উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা,মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান এবং আব্দুস সালাম মিয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম মাসুদ সহ মধুখালী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। এছাড়াও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কাটার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করেন।