
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
২৩ জুন রবিবার এ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এসে শেষ হয়।এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার, সাবেক মহিলা সংসদ সদস্য কানিজ সুলতানা হলেন, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড,মোঃ তারিকুজ্জামান মনি,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক ব্যাপারী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
এর পরে শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মাগরিব নামাজ বাদ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।