
কুমিল্লার কোতোয়ালিতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (২৩ জুন ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর বাকরনগর এলাকার লাকি বেগম(৩৫)।
রবিবার (২৩ জুন ) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.খাইরুল আলম।
তিনি জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর নামকস্থানে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এশিয়া লাইন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৭৬৭৫ এর যাত্রী মাদক বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন,এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে