
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদ মর্যাদার ১০ কর্মকর্তার বদলি করা হয়েছে।
রবিবার (২৩ জুন ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখার উপ-সচিব সিরাজুম মুনিরা রাষ্ট্রপতির আদেশ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত কৃষ্ণ পদ রায়কে পুলিশ সদরদফতর বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.ইলিয়াস শরীফকে বরিশাল রেঞ্জের ডিআইজি,ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)’র উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.সাইফুল ইসলামকে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার,খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) নিশারুল আরিফকে পুলিশ সদরদফতর,ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহা.আশরাফুজ্জামান পুলিশ সদর দফতর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদরদফতরে,হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.মাহবুবুর রহমানকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল),পুলিশ সদরদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মোস্তাক খানকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি),বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো.জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং আর্মড ব্যাটালিয়ন পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোল্ল্যা নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)তে বদলি করা হয়েছে।
ডিআই/এসকে