
আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পর্যটন স্পট মারাইংতং পাহাড়ে বন্ধুদের সাথে বেড়াতে এসে ইফতেখারুল আবিদ (২১) নামের এক পর্যটকে মৃত্যু হয়েছে।
জানাযায়, ২১ জুন ২০২৪ই শুক্রবার রাতে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পর্যটন স্পট মারাইংতং পাহাড়ে আবিদসহ ১২জনের একটি গ্রুপ রাত্রিযাপন কালে এর মধ্যে আবিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
রাত ১২টার দিকে আবিদ’কে তার বন্ধুরা বাইকে তুলে চিকিৎসার জন্য লামা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানানয়, হসপিটালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ লামা থানা নিয়ে যায়।
সে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র ও টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গান্ধীনা গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে বলে জানা যায়। ইফতেখার আহম্মেদ আবিদের কয়েকজন বন্ধু জানান।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শামীম পর্যটক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শ্বাসকষ্ট ছিলো বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি দুর্গম পাহাড়-ঝর্ণায় রোদের মধ্যে সারাদিন বেড়ানোর কারণে শরীর দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে আবিদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা আসছেন। পরিবারের লোকজন পৌঁছালে তার লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়।