ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি)হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির।
১৩ জুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের এক অফিস আদেশে এ দায়িত্ব পান তিনি।
পুলিশের এ কর্মকর্তা ২০২১ সালে ৩৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন।
মো.জাহাঙ্গীর কবির ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।
ডিআই/এসকে