
কুড়িগ্রামের উলিপুরে জনদুর্ভোগ ও উন্নয়ন নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় ফ্রেন্ডস্ ফেয়ার উলিপুর’র আয়োজনে বণিক সমিতি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় ফ্রেন্ডস্ ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজন, ফ্রেন্ডস্ ফেয়ারের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।