
গাইবান্ধার সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘জাগো বাহে’ ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ উপলক্ষ্যে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র সভাপতি নাসরিন সুলতানা রেখা।
সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র সাধারণ সম্পাদক ও জাগো বাহে’র সম্পাদক কুশল রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. শফিউল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, অধ্যক্ষ মুহা. একরামুল হক, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, সংগঠক ও লেখক ফয়সাল সাকিদার আরিফ, প্রভাষক আবু বকর সিদ্দিক, জাগো বাহে’র নির্বাহী সম্পাদক সুদীপ্ত শামীম, সংগঠক এরশাদুল আলম প্রমূখ।
কবিতা ও ছড়া পাঠ করেন সাহিত্য সংসদ’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার হোজায়ফা হাবিব, সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহ, সাংবাদিক আনিসুর রহমান আগুন, আব্দুর রাজ্জাক আল রোহান, সাবরিনা জাহান সুমি, ফাইয়াজ ইসলাম ফাহিম, সাইফুল ইসলাম তারাপুরী, আলমগীর আকন্দ কাব্যকীট, মোহাম্মদ হাসান, জান্নাতুল ফেরদৌসি জিনাত, মোরসালিন সুলতানা মিম প্রমূখ।
পরে সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ’র ত্রৈমাসিক প্রকাশনা ‘জাগো বাহে’ ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।