
হবিগঞ্জের মাধবপুরে ৪১ মামলার আসামীর হাতে পুরো এলাকাবাসী জিম্মি ।অনুসন্ধানে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ৪১ মামলার কুখ্যাত আসামি আবু মেম্বার এর হাতে এলাকাবাসী জিম্মি রয়েছেন । সে একজন কুখ্যাত চাঁদাবাজ, খুনি, মাদক কারবারি , অপহরণকারী ও সুদখোর । তার নামে ৪১ টি মামলা রয়েছে । এর মধ্যে সাবেক সরাষ্ট উপ-সচিবের ভাই হত্যাসহ ৪ টি খুনের মামলা, ৫ টি সিটিং, ৩ টি চাঁদাবাজি, ২ টি ব্যাংক জালিয়াতি, ৩ টি অপহরণ, একাধিক ডাকাতি, চুরি, অগ্নি সংযোগ, মাদক ও একাধিক জিডি রয়েছে আবু মিয়ার নামে । এই কুখ্যাত আবু মিয়ার একটি শক্তিশালী বাহিনী রয়েছে ।তার পরিচালিত বাহিনী দ্বারা বহু কু কর্ম করে কোটি টাকার মালিক হয়েছেন। অনেকে তার নামে মামলা করেও বিপাকে পড়েছেন। পরবর্তীতে তার হাত থেকে বাঁচার জন্য আপোষ করতে বাধ্য হয়েছেন । এই সু-চতুর আবু মিয়া অনেকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। হত্যা, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপকর্মের ভয়ে ওয়ার্ডের নিরীহ ভোটাররা তার নির্বাচনেও ভোট দেন । নির্বাচনের সময় আতঙ্কে থাকেন সাধারণ ভোটাররা । ফেল করলে সাধারণ ভোটাররা যেকোনো বিপদের সম্মুখীন হতে পারেন । তার বিরুদ্ধে কথা বললে যেকোনো সময় খুন করে ফেলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না । তার আরেক সহযোগী সুদ ব্যবসায়ী প্রিয়তোষ দেবনাথ এর মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে থাকেন । মোহন শীল নামেও আরেক ব্যক্তি তার বিভিন্ন অপকর্মের সহযোগী ।এছাড়া ইউনিয়ন পরিষদের নানা কাজে রয়েছে অনিয়ম ও দুর্নীতি । টাকার বিনিময়ে গ্রামে মনগড়াভাবে করছে বিচার সালিস । এসব কর্মকাণ্ডের পরও তার বিরুদ্ধে মুখ খুললে বা প্রতিবাদ করলে গ্রামছাড়া সহ নানা রকম হুমকিতে থাকতে হয় গ্রামবাসীকে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, আবু মিয়ার বিরুদ্ধে কেউ কথা বলবে না । কিন্তু সাধারণ মানুষ কাকে লোক দেখানো ভালবাসলেও অন্তর দিয়ে তাকে কেউ ভালোবাসে না । সে একজন কুখ্যাত খুনি । তবে সংখ্যালঘুরা জীবন গেলেও তার বিরুদ্ধে কথা বলবে না ।
এ বিষয়ে জানতে চাইলে আবু মিয়া সম্পূর্ণ দোষ অস্বীকার করেন।