
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বৃন্দদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা গেছে, ২০ জুন বৃহস্পতি বার বিকাল ৪ টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে অন্যান্য উপজেলার সাথে এ দুই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দু’ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ বাক্য পাঠ করান মোঃ শওকত আলী, বরিশাল বিভাগীয় কমিশনার( অতিরিক্ত সচিব)।
এসময় কলাপাড়া উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা পারভীন সীমা ও
রাঙ্গাবালী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুঃ সাইদুজ্জামান মামুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী পারভীন কে শপথ বাক্য পাঠ করান।
উক্ত অনুষ্ঠানে এসময় বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী গন ও অন্যান্য উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যানরা এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।