
ফরিদপুরের মধুখালী উপজেলায় ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন,এই মামলা ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১০।
আজ (১৯জুন) বুধবার দুপুরে কম্পানীর অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
গত (২৮মে)সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী (১৩) সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটি পরে সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেন। তবে খুঁজে না পাওয়া ছাত্রীর বাবা মধুখালী থানায় একটি জিডি করেন।
এর পর গত ২ জুন মধুখালী উপজেলার একটি বাজারে ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যায়। পরে নিখোঁজের কারণ জানতে চাইলে ছাত্রীটি জানায়, গত ১ জুন রাতে আসামী তুহিন অজ্ঞাত আরও দুই যুবক বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে তুহিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আগে থেকে সোহান ও অন্তর নামে দুই যুবক আগে থেকে অবস্থান করছে। এরপর তাকে আসামী তুহিন, সোহান ও অন্তর মিলে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ছাত্রীর বাবা স্কুল ছাত্রী (১৩)কে অপহরণ করে গণধর্ষণের ঘটকায় সোহান, তুহিন ও অন্তরসহ অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলার বিষয়টি জানতে পেরে আসামীরা আত্মগোপনে চলে যায়।
গত (১৯ জুন) সকালে র্যাবের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন নাকোল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে স্কুল ছাত্রী ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক অন্যতম প্রধান আসামী মধুখালী উপজেলা সদরের গোন্দারদিয়া এলাকার শাহ আলমের ছেলে সোহান ওরফে ট্যারা সোহান (২৫)কে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামীকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানাযায়।