
কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এক কন্যা নিহত ও ৭/৮ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।জানা গেছে, আড়াই বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। অপরদিকে নৌকা ডুবির ঘটনায় ৭/৮ জন নিখোঁজ হবার সংবাদ পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি।ঘটনাটি ঘটেছে বুধবার(১৯ জুন) সন্ধ্যার পরে উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন। তিনি জানান, একটি নৌকায় ২৫ থেকে ২৬ জন যাত্রী নিয়ে দাওয়াত খেয়ে সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যাচ্ছিলেন। পথে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যান্যরা নদী সাঁতরিয়ে পার হতে পারলেও ৭ থেকে ৮ জন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। নৌকা ডুবির ঘটনায় বজরা গ্রামের জয়নালের আড়াই বছরের আয়শা খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও স্থানীয়দের কাছ থেকে ৭/৮জন নিখোঁজ রয়েছে শোনা গেলেও আমরা নিশ্চিত নই।রাতেই ঘটনাস্থল পরিদর্শন করার সময় জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, এক শিশু নিহত হয়েছে এটা নিশ্চিত। তবে নিখোঁজ হবার বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। কেননা এর কোন অথেনটিক নেই।