
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহাম্মদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা বুধবার (১৯ জুন) বেলা ১১টায় অফিসাস ক্লাবের সভা কক্ষ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ১৮ ধারা মোতাবেক প্রথম সভা অনুষ্ঠানের তারিখ থেকে এ পরিষদের নির্ধারিত ৫ বছর মেয়াদের কায্যক্রমে যাত্রা শুরু হলো।
একই আইনের ২২ ধারা মোতাবেক প্রথম সভার অনুষ্ঠান থেকে দায়িত্বভার গ্রহণ করা হয়েছে বলে গণ্য হবে।
এদিন উৎসব মুখর পরিবেশে প্রথম সভায় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোহাম্মদ জাকারিয়া ফুল দিয়ে বরণ করে নেন নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনাকে।
এ সভায় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, এলজিইডি কর্মকর্তা নজরুল ইসলাম,এনএসাই কর্মকর্তা আবুল হোসাইন, প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু, মোঃ ইউনুছ এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম সভায় উপজেলার নব-নির্বাচিত সদস্যগণ এ উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।