
কুড়িগ্রামের উলিপুরে সালাউদ্দিন নামের এক কথিত সমাজসেবী পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। শনিবার (৪ অক্টােবর) রাতে উপজেলার থেতরাই ইউনিয়নের দঁড়িকিশোরপুর গ্রামে এক গৃহবধূর ঘরে প্রবেশ করলে স্বজনরা তাকে আটকে দেয়। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সালাউদ্দিন একই এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে প্রচারণা চালিয়ে আসছিলেন। নিজেকে থেতরাই ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করবেন বলেও ঘোষণা দেন। কিন্তু এলাকায় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় নানাজনের সাথে বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। এছাড়াও তিনি নিজস্ব ফেসবুক আইডি থেকে সমাজের সুশীলদের নিয়ে প্রায় সময় কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার জনৈক গৃহবধূর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জণ ছড়িয়ে পড়ে। যদিও ওই গৃহবধূর পরিবার স্থানীয়দের কাছে বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছিলেন। সম্প্রতি ওই গৃহবধূকে ঢাকায় নিয়ে এক মাস অবস্থান করেন সালাউদ্দিন। এরপর তারা এলাকায় এসে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। শনিবার রাতে সালাউদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করলে স্বজনরা বিষয়টি বুঝতে পেরে তাকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূ ও কথিত প্রেমিক সালাউদ্দিনকে থানায় নিয়ে যায়।সালাউদ্দিন দুই সন্তানের জনক এবং ওই গৃহবধূর একটি সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভাগী গৃহবধূ সাংবাদিকদের জানান, প্রথমে পারিবারিকভাবে তার সাথে বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু বিয়ে হয়নি। সেই তখন থেকে ভাললাগা। এর এক যুগ পর মোবাইল নম্বর আদান-প্রদান। পরে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ৫ মাস ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছে বলেও জানান ওই গৃহবধূ।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক সালাউদ্দিনকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রয়েছে।