
রামু উপজেলার ঈদগড়ে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৯ জুন মঙ্গলবার দিবাগত ভোর রাত ৩টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো,ওই এলাকার আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা নুর মোহাম্মদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা-মাতার দাম্পত্য কলহের কারণে রুবিনা আকতার তার মায়ের সঙ্গে নানার বাড়ি রামুর ঈদগড়ের উপরেরখিল এলাকায় বসবাস করতেন। পরে প্রেমের সম্পর্কে রুবিনা আকতারের সঙ্গে নুর মোহাম্মদের বিয়ে হয়।
ওয়ার্ড মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে প্রশাসনকে অবগত করেন। বর্তমানে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিআইডি কাজ করছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে না।
রামু থানার পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।