রাজশাহী জেলার চারঘাট উপজেলার রাওথা কলেজের পাশে নূরুর বটতলার মোড়ে দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধিদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধিরা উক্ত স্থানে পত্রিকা বিক্রয় করতে গেলে তাদের সাথে স্থানীয় সন্ত্রাসী মোমেন, মঞ্জুর, সেজান এবং মিজানের কিছুটা বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দৈনিক দেশেরপত্রের বিক্রয় প্রতিনিধিরা উক্ত স্থান থেকে চলে যান। কিছু দূর চলে আসার পর মোটরসাইকেল ও লাঠিসোটা নিয়ে উক্ত ৪ জন ব্যক্তি অতর্কিত ভাবে পেছন থেকে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন দৈনিক দেশেরপত্র পত্রিকার বিক্রয় প্রতিনিধি মোঃ নূর নবী হযরত (৩০), তার ডান হাত ভেঙে যায়, বুকে ও পিঠে ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হন। আরও আহত হন বিক্রয় প্রতিনিধি মোঃ রাজন আলী (২৮), তার মাথা ফেটে যায় ও ২টি সেলাই পড়ে। এছাড়াও মোঃ রুবেল আলী (২৩), তিনিও আহত হন ও বিভিন্ন স্থান জখম হয়। আহতদের মধ্যে দুজন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বাকী একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। চারঘাট উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।