নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরন, বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য" (সূরা আনয়ামের ১৬২) নং আয়াতকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং উত্তর চরবংশি ইউনিয়ন এর আয়োজনে ঈদুল আজহা পূর্ণমিলনী ২০২৪ পালন করা হয়েছে। ১৮ জুন ( মঙ্গলবার) ২নং উত্তর চরবংশি ইউনিয়ন খাশের হাট বাজার সংলগ্ন একটি জামেমসজিদে এ পূর্ণমিলনী অনুষ্ঠান পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার মোঃ রুহুল আমীন ভুঁইয়া( আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লক্ষ্মীপুর জেলা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল আউয়াল রাসেল ( সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা), সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গাজী মুনজির হাসান এমরান ( আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং উত্তর চরবংশি ইউনিয়ন), এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা সদস্য সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, " বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর শাসন কায়েম করতে চায়, একটি ইসলামি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সকল অরাজকতা থেকে দেশকে মুক্তি করে ন্যায় এবং ইনসাফ বিত্তিক একটি সমাজ গঠন করতে চায়, অচিরেই শহীদী কাফেলার সেই স্বপ্ন পূরণ হবে। "