প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ
রূপসায় যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগ

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রূপসায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোঃ জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের খুলনা-ব-৯১৭ নম্বরের “মায়ের আচল” যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়।
এমতাবস্থায় কিছুসংখ্যক ব্যক্তি ভ্যান যোগে এসে বাসে অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। রূপসা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.