
রাজধানীর হাতিরঝিলের পশ্চিম রামপুরা এলাকায় সৌখিন স্পেশাল পরিবহনে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (উত্তর)।
রবিবার (১৬ জুন ) রাতে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলো,মো.হাসান (৬০)।
সোমবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন।
তিনি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল এর সামনে চট্টগ্রাম হইতে আগত রংপুর তারাগন্জ্ঞ গামী সৌখিন স্পেশাল পরিবহনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হবে।
তিনি আরও বলেন,তার দখল হইতে অবৈধ মিথাইল ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস এবং ০১টি সীমসহ বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক ডিএমপি হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় ৷
ডিআই/এসকে