নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে দীঘিরযান বাজার সংলগ্ন দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ,শিক্ষক,ছাত্র ছাত্রী ও এলাকাবাসী।
রবিবার (১৬ জুন) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার মুহতামিম মুফতি মহিন উদ্দিন জানান দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ প্রায় ১০ বছর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। গত ১২ জুন-২০২৪ ইং তারিখ আছরের নামাজের পর শিক্ষার্থীরা মাদ্রাসার পুকুর ঘাটে একটি শিশুর পা দেখে চিৎকার করে তাদের চিৎকার শুনে অন্য দুই জন শিক্ষার্থী তাকে পুকুর থেকে তার লাশ তুলে আব্দুল মান্নানের লাশ বলে সনাক্ত করে। আমরা প্রথমে মাদ্রাসার সহ সভাপতি আব্দুর রাজ্জাককে জানাই পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ সিসিটিভি ও অনুসন্ধান করে এবং ঘটনা নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। আমরা এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। এতে কোনো শিক্ষক জড়িত প্রমান হলে তার ফাঁসি দাবী করছি।
এর আগে শিক্ষার্থী আব্দুল মান্নান কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও তার অভিভাবকের অনুরোধে আমরা বারবার তাকে মাদ্রাসায় ফিরিয়ে আনি। যে ছাত্রদেরকে আমরা অতি যত্নে লালনপালন করি তাদেরকে আমরা হত্যা করতে পারিনা।
একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল মাদ্রাসার দীর্ঘদিনের সুনাম ক্ষুন্ন করতে ও এতিমদের এই আশ্রয়স্থল বন্ধ করতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং মাদ্রাসার শিক্ষক ও কমিটির কাছে চাঁদা দাবী করে না পেয়ে মিডিয়ার মাধ্যমে মিথ্যা গুজব ছড়াচ্ছে।
আমরা অভিভাবক ও এলাকাবাসীকে বলবো আপনারা কারো মিথ্যা প্রচারণায় কান দিবেননা।
সাংবাদিক ও মিডিয়ার দায়িত্ব সত্য,তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আপনাদের সঠিক খবর তুলে আনা।
কিছু অপসাংবাদিক আমাদের বক্তব্যগুলো এডিটিং করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপপ্রচার করছে। আমি এদের বিরুদ্ধে আইসিটি আইনের মাধ্যমে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ সময় আরো বক্তব্য রাখেন কাওমী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মুফতি হাবিব উল্যাহ কামাল,
মাদ্রাসা কার্যপরিচালনা পরিষদের সহ সভাপতি খাজা মাঈন উদ্দিন,উপদেষ্টা আবু সায়েদ,ফখরুল উদ্দিন মাহমুদ মাজু।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।