
অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ডের হারে সুপার এইট নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। এই ম্যাচ জিতলে অবশ্য বিশ্বকাপের সুপার এইটে চলে যেত স্কটল্যান্ড। তবে সম্ভাব্য সব কিছু করেও ম্যাচটা জিততে পারেনি স্কটিশরা। এরইমাধ্যমে চলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করলো সাত দল।
সুপার এইট নিশ্চিত করা দলগুলো হলো— দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও যুক্তরাষ্ট্র।
বাকি একটি দল হতে পারে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। টাইগাররা জিতলে কোনো হিসেব-নিকেশ ছাড়াই তারা চলে যাবে সুপার এইটে। পরিত্যক্ত হলেও এক পয়েন্ট নিয়ে নিশ্চিন্তে পরের রাউন্ডে যাবে শান্ত বাহিনী।
তবে, বাংলাদেশ যদি আগামীকালের ম্যাচে ৩৮ রানে হারে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কার সাথে ১৫ রানের জয় পায় তাহলে সুপার এইটে যাবে ডাচরা। এছাড়াও, শ্রীলঙ্কার সঙ্গে আগে ব্যাটিং করে কমপক্ষে ১৪০ রান করতে হবে নেদারল্যান্ডসের। এরপর জিততে হবে অন্তত ৫৩ রানের ব্যবধানে।
/এমএইচ