লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪ নং দলগ্রাম ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে ভিজিএফের চাল দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।
এসময় তিনি বলেন, দিনভর এই কর্মসূচিতে ৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৯৪ জন নারী পুরুষের মাঝে ভিজিএফ'র এ চাল বিতরণ করা হবে ।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব,ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন এর আগে শুক্রবার রাতে দলগ্রাম ইউনিয়নে অবস্থিত তিনটি আশ্রায়ণ প্রকল্পের বসবাসরত উপকারভোগীদের হাতে হাতে এবং প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে ভিজিএফ'র স্লিপ বিতরণ করেন। ঈদের আগে ১০ কেজি করে চাল পেয়ে হাসি ফুটেছে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে।