
শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন সংসদ উপনেতা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী সংসদীয় আসন ১৪৪ (শেরপুর-২) এর এম.পি বেগম মতিয়া চৌধুরী।
১৫ জুন শনিবার ২০২৩-২০২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ এর খরিপ-২ মৌসুমে উপজেলার ১,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বানেশ্বরদী গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের হাতে ধান বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে শুভ উদ্বোধন করেন। উপজেলার এক হাজার ৫শত কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিনামূল্যে বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, অধ্যাপক আব্দুল খালেক, যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক খলিলুর রহমান আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা আব্দুর রশিদ সরকারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পুলিশ বিভাগের লোকজনসহ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, মোঃ নূর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম লালনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, পর্যায়ক্রমে উপজেলার মোট ১হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ৭ হাজার ৫শত কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১৫ হাজার কেজি ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১৫ হাজার কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ১৭৪টি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার স্বরূপ আর্থিক প্রণোদণা প্রদান করেছেন।