বান্দরবান, আলীকদমের বাগানপড়া এলাকায় র্যাব-১৫ কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ৭৮০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে ।
গতকাল বিকল ৫.৩০ ঘটিকায় সময় র্যাব -১৫ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস টিম বান্দরবান আলীকদম ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নুরুল ইসলাম এবং সরওয়ার জাহান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে সর্বমোট ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়ার ৫নং ওয়ার্ডের বাগানপাড়ার বাসিন্দা সুলতান আহমদের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪২), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত -আব্দুল মজিদ মাষ্টার এর ছেলে সরওয়ার জাহান (৪২)
জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বিভিন্ন কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখতো। যা পরবর্তীতে অত্যন্ত সকৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।