
বিএনপি ও জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে এবার রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে শিকড় পরিবহনের বাসটি পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
ফায়ার সার্ভিস জানায়, মিরপুর সাড়ে ১১ এলাকায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে শিকড় পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ৭টা ৩ মিনিটে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কেউ হতাহত হয়নি। বাসটিতে কারা আগুন দিয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বিকেলে রাজধানীর মিরপুরে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস। শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।
সকালে রাজধানীর বনশ্রী এলাকায় আছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গাড়িচালক সবুজ দগ্ধ হয়েছেন। এছাড়া উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগে শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে।
ডিআই/এসকে