
পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক স্তরের কারিকুলাম বিস্তরন-২০২২ এর জীবন ও জীবিকা বিষয়ের ০৫ দিনব্যাপী অকুপেশনাল স্কিল কোর্স-২০২৪ শেষ হয়েছে। শুক্রবার(১৪ জুন) বিকাল ৪টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলার মাধ্যমিক স্তরের জীবন ও জীবিকা বিষয়ক শিক্ষকদের এ প্রশিক্ষণ’র সমাপ্তি ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ০৬ জন মাষ্টার ট্রেনার এবং জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ। সমাপনী অনুষ্ঠান শেষে সকলের মঙ্গলের জন্য দোয়া মিলাদ পরিচালনা করা হয়। উপজেলা কোর্স পরিচালক এবং কোর্স কো-অর্ডিনেটর মো.মনিরুজ্জামান খান জানান, ১০ জুন থেকে উপজেলা পর্যায়ে ১১২জন শিক্ষককে জীবন ও জীবিকা বিষয়ে ০৫ দিনের। এবং ৫৬ জন শিক্ষককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ০৪ দিনের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আশা করছি উপজেলার শিক্ষকগণ এই প্রশিক্ষণ পেয়ে তাদের শ্রেণী কক্ষকে বাস্তবমুখী ও আকর্ষণীয়ক করে তুলতে পারবেন।