আমতলীতে মাদক থেকে সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় আমতলী
সরকারী আরমান খোর্শেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করেন বরিশাল সোনালী অতীত ক্লাব ও আমতলী প্রবিন একাদশ । উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি।খেলায় বরিশাল সোনালী অতীত ক্লাব ১ গোলে আমতলী প্রবিন একাদশকে পরাজিত করে।খেলায় অংশগ্রহনওউপস্থিত ছিলেন আমতলী উপজেলার জন প্রতিনিধিরা ও প্রশাসনের কর্মকর্তারা। এ সময় আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে
খেলাধুলায় আসতে সকলকে আহবান জানান।