
ফরিদপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মনান, আর্থিক সহায়তা ও গাছ বিতরণ করেছে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভা, সদরের অম্বিকাপুর ইউনিয়ন ও চরমাধবদিয়া ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পাওয়া হতদরিদ্র অদম্য মেধাবী ছয়জন শিক্ষার্থীর হাতে নাম ও ছবি সম্বলিত সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন তিন হাজার টাকা করে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস খান কলেজের প্রভাষক আবুল কালাম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. বজলুর রশীদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. সিদ্দিকুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা , বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, ড্রেসকোড এক্সেসোরিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন, চরমাধবদিয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ফজলে রাব্বী মুবিন ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড এর সভাপতি সাহাদাত হোসেন।
এ অনুষ্ঠানে হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ও হাফেজ মো. ইব্রাহিম ইসলামি মিশন, অদম্য মেধাবী এবং সংগঠনের সদস্যদের হাতে মোট ৩০৯টি ফলজ ও ঔষধী গাছ তুলে দেওয়া হয়।