
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বাসীসহ সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৫৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মোঃ মিজানুর রহমান সাগর ।
এক শুভেচ্ছা বার্তায়, মিজানুর রহমান সাগর বলেন, আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দূর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ।
নির্বাপিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী। অগনন সুহৃদের প্রতি অবারিত শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক।
এ ছাড়া ও মিজানুর রহমান সাগর বলেন, গবাদি পশুর রক্তে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা যেন লার্ভা ফোটাতে না পারে, সেজন্য কাজ শেষেই যত দ্রুত সম্ভব রক্ত পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটাতে হবে।