
রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যনদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যন ইমতিয়াজ আরাফাতসহ লক্ষ্মীপুরে ২৩ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ অনুষ্ঠিত হয়েছে।লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার ১০ টি সহ ২৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অডিটোরিয়ামে উপজেলা পরিষদের নব–নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এসময় তিনি উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শপথগ্রহণ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।