
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুরে সদরে
দ্বদশ জাতীয় সাংসদের ২০২৩-২৪ অর্থ বছরের ৩৩৬ মহিলা আসনে- ৩৬ এর এর অনুকূলে বরাদ্দ কৃত অর্থ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এম.পি মিসেস ঝর্না হাসান।
শুক্রবার (১৪মে )সকালে নিজ বাস ভবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী হিসাবে নিজ হাতে চেক বিতরণ করেন এমপি।
দেখা যায় ঈদ সামগ্রী পেয়ে হাসি মাখা মুখ নিয়ে খুশিতে ঘরে ফিরছে মানুষ গুলো,বুক ভরা দোয়া, মায়া মমতায় মুখরিত ছিল পরিবেশ।
এমপি বলেন,কোন দিবস বলতে না, এই মানুষ গুলোর যে কোন বিপদ আপদে তাদের পাশে থাকার চেষ্টা করি মাত্র। এদের ভালবাসা, দোয়া,আমার কাছে অনেক দাবি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন,তার একজন কর্মী হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব। আমি যতদিন বেঁচে থাকবো এই মানুষ গুলোর সেবার মাধ্যমে বেঁচে থাকতে পারি সেই দোয়া সৃষ্টি কর্তার কাছে করি।