
দিনাজপুরের ঘোড়াঘাটে দেড় ঘন্টার ব্যবধানে আলতাব হোসেন (৪৫) নামেভ্যানযাত্রী নিহত ও ট্রাকের চাপায় আঃ সাত্তার (৬৫) নামে এক পথচারীনিহত এবং ৬ জন গরুব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার র্সাভিস ও পুলিশ গিয়েআহতদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতিকরে। নিহত ও আহত সকলে রানীগঞ্জ বাজারে গরুর হাটে যাচ্ছিলেন কুরবানীর গরুকেনাবেচা করতে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্যাক অফিস সংলগ্ন এলাকায় এই র্দুঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আলতাব হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের রহমান আলীর ছেলে। অপরদিকে হাসপাতালে র্ভতি গুরুতর আহতরা হলেন, বিরামপুর উপজেলার কসবা গ্রামের মৃত হাফিজউদ্দীনের ছেলে ফারুক ইসলঅম (৫০), একই গ্রামের নাসিরুদ্দীনের ছেলে ইসরাফিল (২১) ও ইমরান মিয়া (৪০), মুকন্দপুরগ্রামের রিয়াজউদ্দীনের ছেলে আঃ রশিদ (৫৫) ও রফিকুল ইসলাম (৪০) এবংনবাবগঞ্জ উপজেলার দাউদপুর শফিকুল ইসলাম (৩৩)।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার থেকে ইঞ্জিনচালিত ভ্যানে কয়েকজন রানীগঞ্জ গরুহাটিতে যাচ্ছিল।একই সময় গরুবাহী একটি নসিমন ওই হাটের দিকে যাবার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয়দুটি বাহনে থাকাআরো ৬ জন।অপর দিকে অজ্ঞাত এক ট্রাকের চাপায় আঃ সাত্তার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের
অটোরাইচ মিলের সামনের মহাসড়কে এ র্দূঘটনা ঘটে। নিহত পথচারী আঃ সাত্তার উপজেলার হরিপাড়া ভেলাইন এলাকার মৃত পারাতুল্লাহ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আঃ সাত্তার রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দিনাজপুরের দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে র্কতব্যরত চিকি সক তাকে মৃত অবস্থায়
পান। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আসাদুজ্জামান বলেন, র্দুঘটনায় পতিত দুটি বাহন আমাদের হেফাজতে আছে। মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই ব্যক্তিকে চাপা দেওয়া ট্রাকটি শনাক্ত করা যায়নি। সেটি নিয়ে চালক দ্রুতগতিতে পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।