
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সঞ্চালনায় উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপি ।এ ছাড়াও সভায় যোগদান করেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান দেবদাস রায় বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রানী।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবিরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।