
গলাচিপার আমখোলা ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ১২ জুন বুধবার বেলা ১২ টায় উক্ত পরিষদ থেকে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আমখোলা ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির,ট্যাগ অফিসার নরোত্তম দাস,এ ইউপির সচিব বিপ্ল কুমার রায় ও উক্ত ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দরা। এ চাল বিতরণ কালে তালিকা ভুক্ত জেলেদের মাঝে নির্ধারিত হারে মাথা পিছু চাল বিতরণ করা হয় বলে জানা যায়।