
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নে সিনেমা হল এলাকায় কেন্দ্রীয় মন্দিরে হিন্দু র্ধমীয়দের মাস ব্যাপী মহা মিলন মেলা (র্কীতন)। ৪ নভেম্বর সন্ধ্যা রাতে দুমকি উপজেলার প্রান কেন্দ্রে কেন্দ্রীয় মন্দিরে মিলনমেলার সভাপতি শ্রী লিটন চন্দ্র শীল জানান, আমাদের এখানে এক মাস ব্যাপী হিন্দু র্ধমীয় বিভিন্ন আলোচনা চলবে। এবং প্রতিদিন হিন্দু র্ধমীয় নারী পুরুষ অংশগ্রহন করে এবং সভা শেষে প্রসাদ বিতরন ও নিরামিস খাবার পরিবেশন করা হয়।