
আমতলী পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঈদুল আজহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের জন্য দেয়া বিশেষ খাদ্য সহায়তা-ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ১৩ জুন, বৃহস্পতিবার পৌরসভার উদ্যোগে ৭ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।জানা গেছে,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের জন্য বিশেষ খাদ্য সহায়তা-ভিজিএফ চাল বরাদ্দ দেয়।বৃহস্পতিবার ওই চাল বিতরণ করা হয়। আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভা প্রাঙ্গণে চাল বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো.আশ্রাফুল আলম।আমতলী উপজেলা নির্বাহী.কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরন করা হচ্ছে। স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষে রাখতে হবে।
আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানবলেন,আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার যা দিয়েছেন তার বাহিরেও যারা আছেন তারা আইডি কার্ড নিয়ে আসলে আমার পক্ষে থেকে ১০ কেজি চাল পাবে। সকলের মাঝে আনন্দময় ঈদ উৎসব পালিত হোক এ কামনা করি।