
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলীকদম, ২নং চৈক্ষ্যং ইউনিয়নে দুস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৪ইং তারিখে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে জন প্রতি ১০কেজি হারে জনসাধারণের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
আসন্ন মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা উপলক্ষে আলীকদমের ২নং চেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ কর্মসূচীর আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দুস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাউল বিতরণ করা হয় । আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগ সভাপতি, আলীকদম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন (এমএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অংশেথোয়াই মার্মা, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উনুমং মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সৌভ্রাত দাশ,আলীকদম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব সুমন দাশসহ, অত্র ইউনিয়নে সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।