
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে টানা ২২দিন অবরোধের পর শনিবার আলমগীর নামে জেলে ১০ কেজির পাঙ্গাস পেয়ে খুশি। দুমকির পায়রা নদীতে অবরোধের পর জেলে আলমগীর হোসেন নদীতে জাল দিলে হঠা ১০ কেজি ওজনের পাঙ্গাস মাছ পেয়ে মহাখুশি র্দীঘ ২২ দিনে নদীতে জাল না দিতে পাড়ায় অভাব অনটনে সংসার চলছিল হঠা করে শনিবার দুপুরে পাতাবুনিয়ার পায়রা নদীতে সিনিয়র জেলে মোঃ আলমগীর হোসেন ১০ কেজি ওজনের পাঙ্গাস মাছ পেয়ে
৬শত টাকা কেজি দরে বিক্রি করে ৬হাজার টাকা পেয়ে কিছুটা হলেও সংসার পরিচালনা কিছু দিন চলবে।
আলমগীর এ.প্রতিনিধিকে জানান, ভাই আমাকে আল্লাহ একটি প্রতিদান হিসেবে মাছ দিয়েছেন। ৬হাজার টাকার মাছ বিক্রি করে আমার পরিবার মহাখুশি।