
রূপসা উপজেলাধীন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল ও এম এফ পি প্রেগ্রোমের যৌথ উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সেবা ক্যাম্প বুধবার ১২ জুন’২৪ সকালে অনুষ্ঠিত হয়। বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ সি এস এস রূপসা ব্রাঞ্চ-২ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের কো-অর্ডিনেটর মোঃ সেলিম শেখ।রূপসা ব্রাঞ্চ-২ এর হিসাব রক্ষক মোঃ মোতাচ্ছিম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা ব্রাঞ্চ-১ এর শাখা ব্যাবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, রূপসা থানার সহকারী উপ-পরিদর্শক বিশ্বজিৎ ঘোষ,ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম প্রমুখ।সভায় বক্তারা বলেন, সি এস এস শুধুমাত্র মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামই নয় বরং নানাবিধ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এক্ষত্রেে মাইক্রো প্রোগ্রামের আওতায় সুফলভোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহায়তা প্রদানের লক্ষ্যেও কাজ করার মহতী উদ্যোগ গ্রহন করে তা বাস্তবায়ন করছে সি এস এস কর্তৃপক্ষ। বিভিন্ন পর্যায়ের সুফলভোগীদের মাঝে স্বাস্থ্য সেবা সহায়তা প্রদান করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মুসসারাত বারী। সকাল ৯টা থেকে বেলা ১টা পযর্ন্ত আগত রোগী সেবা কার্যক্রম চলমান থাকে। দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা শেষে তাদেরকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।