
পটুয়াখালীর বাউফল,গলাচিপা ও দশমিনা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বৃন্দদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা যায়, ১২ জুন বুধবার বেলা ১১ টায় বরিশাল শিল্পকলা একাডেমীতে অন্যান্য উপজেলার সাথে এ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ বাক্য পাঠ করান মোঃ শওকত আলী, বরিশাল বিভাগীয় কমিশনার( অতিরিক্ত সচিব)। এসময় তিনি বাউফলের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ খান,পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম বেগম ও দশমিনা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ তমিজ উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান সামচুন্নাহার খান ডলি ও গলাচিপা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও পুরুষ ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার কে শপথ বাক্য পাঠ করান। উক্ত অনুষ্ঠানে এসময় বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী গন ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যানরা এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।