
হবিগঞ্জের মাধবপুরে প্রেমের অভিনয়ে যুবতী ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার (১১জুন) বিকালে আক্তার হোসেন (২৬) নামে দুই সন্তানের জনককে গ্রেপ্তার করে পুলিশ । এ বিষয়ে ভিকটিম এর পিতা মামুন মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ।মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর এলাকার মামুন মিয়ার মেয়ে নাবিলা আক্তার (১৯) এর মামা এখলাছ মিয়ার বিয়ে উপলক্ষে গত ১৫ মার্চ আন্দিউড়া ইউপির সুলতানপুর গ্রামে বেড়াতে গেলে আকতার হোসেনের সাথে পরিচয় হয় । উক্ত পরিচয়ের সুবাদে তারা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ২৪ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাতের বিভিন্ন সময়ে বাড়ীর পূর্ব পাশে ঝোপ ঝাড়ের আড়ালে নিয়ে বিয়ের প্রলোভনে ভিকটিমকে ধর্ষন করে। এর ফলে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন । এর পর আক্তার হোসেনকে বিয়ের জন্য চাপ দিলে বিবাদী আক্তার হোসেন তার পূর্বের স্ত্রী সন্তান আছে বলে বিয়ে করতে পারবে না বলে জানায় । এবং ঔষধ খাওয়াইয়া গর্ভের সন্তান নষ্ট করার পরামর্শ দেন ।এরপর ভিকটিমের পিতা মামুন মিয়া থানায় এসে মামলা দায়ের করেন ।ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম খান জানান , গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে ।