
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের দুর্র্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে মামলার হুমকির প্রতিবাদে ও ইউএনও’র অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা সদরে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আজিজুর রহমান ভুইয়া বাবুল, রমেশ কুমার পার্থ, লেখক সাইদুর রহমান, এ হান্নান আল আজাদ সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,সরকারের আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের লোক দিয়ে
খুবই নি¤œমানের কাজ করিয়েছেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। ইউএনও’র এই দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে মামলা সহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এমনকি বিগত উপজেলা নির্বাচনে পর্যবেক্ষক কার্ড প্রদানের নামে হয়রানি সহ সাধারণ জনগণকেও সেবা প্রদানে হয়রানি করেছেন। এছাড়া অভিযুক্ত ইউএনও’কে নান্দাইল থেকে অপসারণ সহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।