
পটুয়াখালীর দুমকিতে ৬সন্তানের জননী মানুষিক রুগী হাসিনা বেগম নামে একজনের ওড়না পেচানো আম গাছে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমকির শ্রীরামপুর ইউপির ৩ নং ওয়ার্ডের খান বাড়ি থেকে ১২জুন বুধবার আনুমানিক সকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়। হাসিনা বেগম (৬২)’র স্বামীর নাম মৃত মহসীন খা। এদিন সকালে পাশের বাড়ির কামাল নামের এক ব্যক্তি ক্ষেতে গরু চড়াতে গিয়ে দেখতে পায় আম গাছের সাথে এক ব্যক্তি ঝুলতেছে। পাশে গিয়ে দেখতে পায় নিচে টর্চ লাইট এবং লাঠি ও জুতা পড়ে রয়েছে। তাকে উপরে গাছের সাথে ঝুলতে দেখে আশ পাশের লোকজনকে খবর দেয় তিনি বলে জানা যায়। গাছ থেকে নামালে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তারা বলে জানা যায়।