
জনগণের সহায়তায়,আমাদের সকল পরিচ্ছন্নকর্মী ও কর্মকর্তাদের নিয়ে আসন্ন কোরবানির ঈদের বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে পরিষ্কার করতে চান বলে জানিয়েছেন ঢাকা উওর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।
বুধবার (১২ জুন) গাবতলি প্রস্তাবিত ডিএনসিসি কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ৩২টি ড্রাম ট্রাক ও ৮টি কম্প্যাক্টর ট্রাক সংযোজন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন,ঈদের পরের দিনও পশুর হাট গুলোতে বেচাকেনা হয়। হাটের বর্জ্য পরিস্কারে এবার আমরা কোন ঠিকাদারের উপর নির্ভরশীল হবো না। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই হাটের বর্জ্য পরিষ্কার করা হবে। হাটে ঠিকাদাররা বর্জ্য পরিষ্কার না করেই চলে যায়। তারা পরিষ্কারের বিল ঠিকই নিয়ে যায়। বিল দিব কিন্তু তারা পরিষ্কার করবে না এ কারণে এবার সিস্টেমে একটু পরিবর্তন এনেছি। ঠিকাদারেরা যে হাট যেই দামে নিয়েছে,তার ১০ পারসেন্ট টাকা অগ্রিম কেটে দিয়ে রেখে দিয়েছি গরুর হাট পরিষ্কার করার জন্য। একদিকে আমরা কোরবানির বর্জ্য শহর থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করব। অন্যদিকে যেসব হাটে ঈদের পরের দিন পশু বিক্রি হবে না, সেই হাটের বর্জ্য পরিষ্কার করে ফেলব।
উত্তর সিটি কর্পোরেশনের জনগণকে অনুরোধ জানিয়ে মেয়র বলেন,জনগণদেরকে অনুরোধ জানিয়ে বলছি যেন প্রথম দিনেই আমরা কোরবানি দিয়ে ফেলি। না হলে দ্বিতীয় দিন যেন কোরবানি শেষ করে ফেলতে পারি। আমরা যেন তৃতীয় দিনে কোরবানি না দেই।
আরেক প্রশ্নের জবাবের মেয়র বলেল,কোন হাট যেন প্রধান সড়কের উপরে না বসে। যদি কোন হাট বসে তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিব। হাট ব্যবস্থাপনায় কোন ব্যত্তয় ঘটলে,সেই হাটের ইজারা বাজেয়াপ্ত করে দিব। তাৎক্ষণিকভাবে হাটের ইজারাদারদের বিরুদ্ধে আমাদের ম্যাজিস্ট্রেট পানিশমেন্টের ব্যবস্থা করবে।
ডিআই/এসকে