
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে করা নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মুবিনুর রহমান।
বুধবার ( ১২ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন,গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে কোন হাটে গরুর গাড়িটি যাবে তা লেখা থাকবে।
এছাড়াও হাটের বাইরে কেউ গরু নিয়ে দাড়াতে পারবে না বলেও জানায় অতিরিক্ত পুলিশ কমিশনার মুবিনুর রহমান।
তিনি আরও বলেন,মহাসড়কে ঈদ যাত্রায় মোটরসাইকেল চলাচলে কড়া নজরদারি রাখা হবে। গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ করে বলেন,শেষ মূহুর্তে গার্মেন্টস শ্রমিকদের চাপ কমাতে আলাদা আলাদা সময়ে ছুটে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তা বাস্তবায়ন করতে পারলে সড়কে যানযট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এবং ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া কোন দূরপাল্লার বাস রাস্তা থেকে যাত্রী তোলা যাবে না। সিটির ভেতরে সার্ভিস দেওয়া কোন দূরপাল্লার বাস সড়কে চলাচল করতে পারবে না। এই সকল নিয়মকানুন তদারকির জন্য প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে।
বাড়তি ভাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়তি ভাড়ার বিষয়টি তদারকির জন্য প্রতিটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট থাকবে। সার্ভিলেন্স টিম থাকবে তারা সার্বিক ব্যবস্থা দেখভাল করবে।
ডিআই/এসকে