
আজ ৫ ই নভেম্বর বিশ্ব সুনামি দিবস,সুনামি দিবস উপলক্ষে সকাল এগারো ঘটিকায় গলাচিপা উপজেলায় মধ্যে আটখালী কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি(সিআইএস) এর উদ্যোগে যথাযথভাবে সুনামি দিবস পালন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর প্রকল্প অফিসার,কমিউনিটি ইনিসিয়েটিভসোসাইটি (সিআইএস) এর প্যারামেডিক ও স্থানীয় স্বাস্থ্যর্কমী,কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি(সিআইএস) এর ভলেন্টিয়ারসহ স্থানীয় সাধারণ জনগণ এ সময় বক্তারা সুনামির বিভিন্ন দিকনিরদেশনা গুলো উপস্থাপনা করেন র্যালী ও উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতনতা বৃদ্ধি করেন। প্রশিক্ষণ প্রাপ্তরা এ সময় বলেন এমন উঠান বৈঠকর র্যালী মাধ্যমে স্থানীয় মানুষ কে সুনামি দিবস সর্ম্পকে সুপষ্ট ধারণা দিতে পারবে বলে আশা করেন।